শনিবার, সকাল তখন ১০টা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন। কুয়াশায় ঢাকা চারপাশ। সূর্যের মুখ দেখা যায় না। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রাম। এ গ্রামের ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর মাহাতোদের কুড়মালি ভাষার পাঠশালায় পৌঁছে দেখতে পাওয়া যায়, অসংখ্য শিশুশিক্ষার্থী অপেক্ষা করছে।
সাড়ে ১০টার দিকে চারদিক আলোয় উদ্ভাসিত করে সূর্যের তাপ ছড়িয়ে পড়ে। সমবেতরা দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থী। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা তাদের নিয়ে ভাষার মাসে আয়োজন করেছে ভাষা প্রতিযোগ। বাংলা ও কুড়মালি ভাষার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সর্বাধিক পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে সিক্ত কুমার মাহাতো ও আঁখি রানী মাহাতো এবং চারটি প্রশ্নের উত্তর দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে আশিক কুমার মাহাতো।
পর্বটি পরিচালনা করেন কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো। এ সময় উপস্থিত ছিলেন মিসাবের সাধারণ সম্পাদক চঞ্চল কুমার মাহাতো, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খান, সাংগঠনিক সম্পাদক দুর্জয় কুমার মাহাতো, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।
শেষে বিজয়ীসহ উপস্থিত সবাইকে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শিশুরা কবিতা আবৃত্তি করে।
সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা