কলাপাড়ায় বন্ধুসভার বৃক্ষরোপণ

গাছের চারা রোপণে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
ছবি: বন্ধুসভা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে সড়কের দুই ধা‌রে ৬ আগস্ট শনিবার বৃক্ষরোপণ করেছে কলাপাড়া বন্ধুসভা। বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করেন বন্ধুরা।

ঔষধি গাছের মধ্যে রয়েছে অর্জুন, হরিতকী, বহেড়া, নিম ও আমলকী। ফলদ গাছের মধ্যে রয়েছে কাঁঠাল, পেয়ারা, জাম, জলপাই ও আতা। এ ছাড়া সোনালু, কৃষ্ণচূড়া, দেবদারুসহ কয়েকটি সৌন্দর্যবর্ধক গাছের চারাও রোপণ করা হয়। পরে চারাগুলো বাঁশের কঞ্চি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে।

স্থানীয় বন বিভাগের সাহায্যে এসব চারা সংগ্রহ করেন বন্ধুসভার সদস্যরা। মাটি খনন করা, সার দেওয়া, চারা রোপণ শেষে খুঁটি দিয়ে বেঁধে দেওয়া, পানি দেওয়াসহ আনুষঙ্গিক কাজগুলোয় ছিল বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলাপাড়া বন্ধুসভার উপদেষ্টা সাগরিকা স্মৃতি ও মোস্তফা জামান, প্রথম আলোর প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, চারুশিল্পী শাহ আলম, সদস্য কাজী তরিকুল ইসলাম, মারিয়া ইসলাম, সিফাত আহসান, জাকিয়া সুলতানা, ইসমাইল খান, যায়েদ বিন আমিন, আফসানা মিমি, রবিউল ইসলাম ও রাশেদুল ইসলাম।

সাধারণ সম্পাদক, কলাপাড়া বন্ধুসভা