কেরানীগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ

গাছের চারা রোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কেরানীগঞ্জ বন্ধুসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ২০ আগস্ট শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ ও আগানগর উচ্চবিদ্যালয় চত্বরে ৭৫টি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ টি এম বজলুর রশীদ খন্দকার। তিনি বলেন, ‘এই গাছের চারা বড় হয়ে ছায়া ও ফল দেবে। সেদিন হয়তো আমরা থাকব না, কিন্তু এই গাছগুলো ঠিকই মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকবে।’ তিনি আরও বলেন, ‘গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। গাছ একদিকে যেমন প্রকৃতিকে সুন্দর করে তোলে, তেমনি অক্সিজেন সরবরাহ করে। এমন বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করায় প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানাচ্ছি।’

৭৫টি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগানগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক হুমায়ুন কবির, কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি রেবেকা সুলতানা, সহসভাপতি নুসরাত আরা, শামসুন্নাহার শিরীন, নারীবিষয়ক সম্পাদক বহ্নি শিখা দাস, দপ্তর সম্পাদক আনাস আহমেদ, সদস্য পপি আক্তার প্রমুখ।