‘স্বাধীনতা রক্ষার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের এমসি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণছবি: বন্ধুসভা

১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা যে উদ্দেশে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তা মনেপ্রাণে ধারণ করেন প্রথম আলো বন্ধুসভার প্রত্যেক বন্ধু। সর্বোপরি তা কাজে লাগিয়ে দেশের কল্যাণে কাজ করে প্রতিটি বন্ধুসভা। জাতির সূর্যসন্তানদের স্মরণ করে অর্পণ করে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের এমসি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এমসি কলেজ বন্ধুসভা। সকাল সাড়ে ১০টায় কলেজের অধ্যক্ষ কার্যালয় থেকে প্রভাতফেরি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিভিন্ন বিভাগের প্রভাষক ও সংগঠনসমূহ।

পুষ্পস্তবক অর্পণের সময় এমসি কলেজ বন্ধুসভার সভাপতি সুমন মিয়া বলেন, ‘বন্ধুসভার গঠনতন্ত্রের অন্যতম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা। কোনো মানুষ যদি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে থাকে, তাহলে তাঁর দ্বারা দেশের অকল্যাণ হবে না; যা ধারণ করে এমসি কলেজ বন্ধুসভার প্রত্যেক বন্ধু দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।’

উপদেষ্টা অঘ্রাতা সৌরভ বলেন, ‘স্বাধীনতা শব্দটি রক্ত দিয়ে কিনতে হয়েছে; তা এমনি এমনি চলে আসেনি। সেই স্বাধীনতা রক্ষার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বাধীনতার ৫৪ বছরে এসে নারীরা আর পিছিয়ে নেই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা নিকসন দাস, সুজন তালুকদার, সহসভাপতি আজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তাপস শীল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক অনন্ত সরকারসহ অন্য বন্ধুরা।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, এমসি কলেজ বন্ধুসভা