গাইবান্ধায় পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি আঁকার মাঝে ক্যামেরা দেখে শিশুটির মুখে হাসি
ছবি: বন্ধুসভা

গাইবান্ধা শহরের রেলস্টেশন কলোনিতে সামাদ মিয়ার (৯) বাড়ি। শহরের পৌর পার্কে বেলুন বিক্রি ছিল তার পেশা। বাবা কুলিশ্রমিকের কাজ করেন। অভাব-অনটনের সংসারে লেখাপড়া হয়নি। গাইবান্ধা রেলস্টেশনের পাশে গড়ে ওঠা একটি স্কুলে তাকে ভর্তি করা হয়। সে এখন তৃতীয় শ্রেণিতে পড়ছে। এখানে বিনা মূল্যে লেখাপড়া করছে।

এ পথশিশুরা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রতিযোগিতার সুযোগ পায় না। এ রকম ৩০ পথশিশু নিয়ে ৪ নভেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে গাইবান্ধা বন্ধুসভা। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন শিশুরা রংতুলির আঁচড়ে বিভিন্ন দৃশ্য আঁকে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

উপস্থিত ছিলেন গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মিল্লাত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা, প্রচার সম্পাদক রেজাউল করিম, স্কুলশিক্ষক এনটি স্মরণ, উম্মে কুলসুম, পান্না ভট্টাচার্য, শারমিন খাতুন, সুরমিলা আক্তার, সাব্বির হোসেন প্রমুখ।

সাধারণ সম্পাদক, গাইবান্ধা বন্ধুসভা