‘ইবার জার মেলা বেশি পড়তেছে’

ঝিনাইদহ বন্ধুসভার শীতবস্ত্র বিতরণছবি: বন্ধুসভা

ঝিনাইদহ বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে কম্বল নিতে আসেন ৮০ বছরের বয়োবৃদ্ধ সুলাইমান হোসেন। খুশি হয়ে তিনি বলেন, ‘ইবার জার মেলা বেশি পড়তেছে। এই কম্বল খেতা গায়ি দিয়ে ঘুমালি পারি ভালো ঘুম হবিনি।’

৩০ জানুয়ারি প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ঝিনাইদহ বন্ধুসভা। জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এগুলো বিতরণ করেন বন্ধুরা। কম্বল পেয়ে ৬৫ বছর বয়সী প্রবীণ নারী কুলসুম বেগম বলেন, ‘শিতির মদ্দি মেলা কষ্ট হয় পততেক বার। ইবার ইকটু বাচপোনে।’

ঝিনাইদহ বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ
ছবি: বন্ধুসভা

এর আগে ঝিনাইদহ বন্ধুসভার বন্ধুরা শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ টোকেন প্রদান করে আসেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আজাদ রহমান, শাহিনুর আলম লিটন, আনোয়ার ফিরোজ মাসুম, প্রফেসর শুষেন্দু কুমার ভৌমিক, ইসহাক হক, সাকিব মোহাম্মদ আল হাসান, সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমানসহ অন্য বন্ধুরা। সমন্বয়ক ছিলেন খাইরুল আনাম।

অর্থ সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা