মে দিবসে নোয়াখালী বন্ধুসভার বিশেষ আয়োজন
চাচা, আজকে কী দিবস জানেন? ‘হ, জানমু না ক্যা। আজকা হলো গিয়া শ্রমিক দিবস।’ আজকে তো ছুটির দিন, কাজ বন্ধ থাকার কথা, তো এখানে কেন? ‘বাপজান, কাজ বন্ধ দিলে কি পেট চলব? ঘরে পোলা–মাইয়্যারে তো খাওয়ান লাগব’, বলছিলেন এক শ্রমজীবী মানুষ।
বিশ্বব্যাপী ১ মে শ্রমিক দিবস ছুটির দিন পালন করা হলেও পরিবারের সদস্যদের খাবার জোগানোর জন্য কাজ করতে হয় স্বল্প আয়ের মা–বাবাকে। এক দিন কাজ বন্ধ থাকলে অনেকের ঘরে চুলা জ্বলে না। তাই বাধ্য হয়েই কাজে বের হতে হয়। কাঠফাটা রোদে কাজ করা শ্রমজীবী এসব মানুষের জন্য নোয়াখালী বন্ধুসভা আয়োজন করেছে ‘শ্রমজীবী মানুষের সঙ্গে আড্ডা’।
কর্মসূচির অংশ হিসেবে ১ মে সকাল সাড়ে ১০টায় বন্ধুরা নোয়াখালী সদর উপজেলার মাইজদী শহরের বিভিন্ন জায়গায় চলে যান। পথিমধ্যে দেখা হয় নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। সবাই জীবিকার তাগিদে ছুটির দিনেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের মুখে হাসি ফোটানো এবং কিছু সময়ের জন্য কষ্ট লাঘব করতে বন্ধুসভার বন্ধুরা মিষ্টি ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। সঙ্গে উপহার দেওয়া হয় একটি করে গামছা। একই সঙ্গে গল্প-আড্ডার ফাঁকে ফাঁকে ধাঁধা প্রশ্ন করেন সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম। যাঁরা ধাঁধার সঠিক উত্তর দিতে সক্ষম হন, তাঁরা জিতে নেন বিশেষ উপহার।
বন্ধুদের এমন ভিন্নধর্মী কাজে আনন্দাশ্রু ঝরান শ্রমজীবী মানুষেরা। এক হকার চাচার কাছে জানতে চাওয়া হয় আনন্দাশ্রু বিসর্জনের কারণ কী? লজ্জিত স্বরে তিনি বলেন, ‘জানেন, কেউ এমন করে আপন করে কথা কয় না এই শহরে। আপনাদের এই আয়োজন খুব ভালো লেগেছে। রোদের মধ্যে একটু তৃপ্তি পেলাম।’
দেখা হয় তপ্ত রোদে কাজ করা কয়েকজন রাজমিস্ত্রির সঙ্গে। তাঁদের ডেকে কিছুক্ষণ আড্ডা এবং মিষ্টি ও পানি দেওয়া হয়। এভাবে শহরের বিভিন্ন জায়গায় একটু প্রশান্তি, আনন্দ, খুশি বিলিয়ে দিতে ছুটে বেড়ান বন্ধুরা। পাশাপাশি তাপপ্রবাহ থেকে সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, প্রচার সম্পাদক সানি তামজিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফরিনা আনিকা, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আরাফাত শিহাব, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহিদা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাহিদা ইতু, কার্যকরী সদস্য নয়ন চন্দ্র কুরি, বন্ধু ইমতিয়াজ হোসেন, রাফসান আহমেদ, পারভেজ হোসেন, বিপ্লব আহমেদ, রিপন ইসলাম, আয়াত উদ্দিন, মেহেদী হাসান, মো. জাবের, শাহাদাত হোসেনসহ আরও অনেকে।
প্রচার সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা