মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল ডিআইইউ বন্ধুসভা। বিষয়বস্তু ছিল মুক্তিযুদ্ধ, বিশ্ব রাজনীতি ও বাংলাদেশের সমসাময়িক সমস্যাবলি।
পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রতিদিন তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সর্বাধিক কমেন্টকারী একজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পাঁচ দিনের বিজয়ীরা হলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাব্বির আহমেদ, বেলাল আহমেদ, নিপা আক্তার, বিভা আফরা ও স্বর্ণা আক্তার।
আয়োজনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বন্ধু জোহরা মোস্তফা। তাঁকে সহায়তা করেন বন্ধু সুরাইয়া সৃষ্টি, তারিন তন্নি, বুশরা চৌধুরী, লামহা ইসলাম, আশিকুল ইসলাম ও মুন্নি চাকমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি আবদুল মুনয়িম সরকার ও সাধারণ সম্পাদক খালিদ হাসান।
আবদুল মুনয়িম সরকার বলেন, অনলাইনে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করা চ্যালেঞ্জের ব্যাপার। তবু বন্ধুদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিদিনই প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সম্পূর্ণ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বন্ধু, ডিআইইউ বন্ধুসভা