সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে ২৫ নারীকে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ

সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে নারীদের হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ
ছবি: বন্ধুসভা

‘আমরা তো গরীব মানুষ। সমাজে আমাদের অবস্থান নিচু। সবার সঙ্গে মিশতেও পারি না। প্রায় সব ক্ষেত্রেই অবহেলা। সরকারি বা এনজিওর কোনো প্রশিক্ষণ আমরা পাই না, হাতের কাজ পেলে একটু ভালো হতো। তবে দেবে কে? আমরা তো আর জানি না, কোথায় কী হয়।’ সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ নিতে এসে এ কথা বলছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহিনী টুম্পা দাশ। স্বামী ও দুই মেয়ে নিয়ে তাঁর সংসার।

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে ৩০ অক্টোবর বিকেলে দরিদ্র ও বিধবা ২৫ জন নারীকে হস্তশিল্প ও সেলাই কাজের প্রশিক্ষণ দিয়েছে সাতক্ষীরা বন্ধুসভা। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরুল হাসান ও সেলাই প্রশিক্ষক সোমা রানী।

প্রশিক্ষণ নিতে আসা বিধবা নূরজাহান বিবি বলেন, ‘স্বামী ছাড়া তিন মেয়েকে নিয়ে সংসার চালানো খুবই কষ্ট হয়ে যায়। সরকারি কোনো সাহায্য-সহযোগিতা পাই না। আমরা নারীরা এসব কাজে আরও প্রশিক্ষণ পেলে হাতের কাজ করে সংসার ও মেয়েদের পড়াশোনা করাতে পারব।’

সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস বলেন, ‘আমার আমাদের সাধ্যমতো সমাজের পিছিয়ে পড়া এই মানুষদের জীবনমান উন্নয়নের চেষ্টা করছি। তাঁদের স্বাবলম্বী করতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছি। সরকারি সাহায্য-সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে তাঁরা আরও এগিয়ে যেতে পারবেন।’

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা