এমসি কলেজ বন্ধুসভার সবুজায়ন কর্মসূচি

গাছের চারা রোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘পরিবেশের এই ক্রান্তিকালে গাছ লাগানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। গাছ আমাদের ফুল, ফল, ছায়া, কাঠ ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়। তাই আমাদের প্রত্যেকের গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের নিয়মিত পরিচর্যা করা উচিত।’—বলছিলেন সিলেটের এমসি কলেজ বন্ধুসভার উপদেষ্টা নিক্সন দাশ।

এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

২০ জুলাই ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে এমসি কলেজ বন্ধুসভা। এ উপলক্ষে কলেজের বিভিন্ন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন বন্ধুরা। রোপণ করা চারার মধ্যে ছিল আম, জাম, অর্জুন, কৃষ্ণচূড়া আমলকী, নিম, হরীতকীসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ।

এ সময় উপস্থিত ছিলেন এমসি কলেজ বন্ধুসভার সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি তানভীর মাহফুজ, বর্তমান সভাপতি উত্তম দাস, সাধারণ সম্পাদক ফারহানা লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক পাপড়ি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদক রুহেল আহমেদসহ অন্য বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, এমসি কলেজ বন্ধুসভা