রাউজান বন্ধুসভার উদ্যোগে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ

রাউজান বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় বৃক্ষ রোপণ করে চট্টগ্রামের রাউজান বন্ধুসভা। এ কর্মসূচির আওতায় ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করেন বন্ধুরা। গাছের মধ্যে ছিল আম্রপালি, নিমগাছ, কদমগাছসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা।

গত ২৬ আগস্ট বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বন্ধুরাও কিছু গাছের চারা ভাগ করে যাঁর যাঁর এলাকার সড়কে রোপণ করার জন্য নিয়ে যান।

রাউজান বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন রাউজান বন্ধুসভার উপদেষ্টা সৈয়দ উদ্দিন আহমদ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমান, ব্যাংক শাখা ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, কলেজশিক্ষক আশরাফ উদ্দিন, সামমাহালদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইয়াসিন, সমাজসেবক শামসুল আলম, জাফর আহমদ, নুরুল আবসার, মুহাম্মদ হারুন, প্রথম আলোর প্রতিনিধি ইউসুফ উদ্দিন, বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক এম সায়মন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পাভেল চৌধুরী, প্রচার সম্পাদক কামরুল সবুজ, নুরুল আলম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাবরিনা মাহবুব, তসলিমা আকতার, বন ও পরিবেশ সম্পাদক আকলিমা আকতার, বন্ধু ফয়সাল কাদেরী, নাসিমা আকতার, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ ইয়াসিন প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা