বৃদ্ধাশ্রমে ভালোবাসা ছড়ালেন পটুয়াখালী বন্ধুসভার বন্ধুরা

বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন পটুয়াখালী বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

পটুয়াখালীর কালিকাপুর সেতুর টোলঘর এলাকার একটি বৃদ্ধাশ্রমে বসবাস প্রবীণ মোসলেম মাঝির (৮৫)। তাঁর বাড়ি সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে। দুই ছেলে থাকার পরও ১০ বছর আগে ঠাঁই হয় এই বৃদ্ধাশ্রমে। বন্ধুসভার বন্ধুদের কাছে আক্ষেপ করে বলছিলেন, ‘এখন আর কেউ খোঁজ নেয় না। অথচ সবাই ভালো আছে।’

সেখানে বসবাসকারী আরেক প্রবীণ আবদুল মোতালেব (৭০)। বরগুনা জেলার আমতলীর গুলিসাখালী গ্রামে তাঁর বাড়ি। জানান, নিজ বাড়িতে যখন ঠাঁই হয়নি, তখন পথে পথে ঘুরছিলেন তিনি। পরে পটুয়াখালীর এখানে এসে আশ্রয় পেয়েছেন।

প্রবীণদের আবাসস্থলটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

২১ অক্টোবর বৃদ্ধাশ্রমটিতে গিয়েছেন পটুয়াখালীর বন্ধুসভার বন্ধুরা। সেখানে বসবাস করা ১০ বৃদ্ধের সঙ্গে সারা দিন সময় কাটান। তাঁদের জীবনের কথা শোনেন। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশের। এরই ফাঁকে বন্ধুসভার পক্ষ থেকে সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সব কাজ করেন বন্ধুরা। পরে প্রবীণদের আবাসস্থলটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেন।

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ বলে জানান বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মিজানুর রহমান, বন্ধু প্রাপ্তি দাস, মন্দিরা সাহা, সানজিদা আক্তার, প্রিয়ন্তি রায়, মাজহারুল ইসলাম, রিফাত হোসেন, সিয়াম আহমেদ, মেজবাহউদ্দিন ও প্রথম আলো প্রতিনিধি শংকর দাস।

সভাপতি, পটুয়াখালী বন্ধুসভা