সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে মিরপুর বন্ধুসভার ইফতারি বিতরণ

মিরপুর বন্ধুসভার উপহার দেওয়া ইফতারিছবি: যুবাইর বীন আহমদ

চলছে রমজান মাস। এই পবিত্র মাস উপলক্ষে সমাজের দরিদ্র মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে ঢাকার মিরপুর বন্ধুসভা। ৮ মার্চ মিরপুরের রূপনগর এলাকায় এগুলো বিতরণ করা হয়।

৮ বছর বয়সী রহিমা খাতুন। রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে থাকে। বাবা নেই, মা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। অনুরোধ করে বলে যেন তাকে ইফতারি বক্স একটা বেশি দেওয়া হয়। মায়ের জন্য নিয়ে যেতে চায় সে।

রহিমার মতো এমন অসংখ্য শিশু, রিকশাচালক ও পথচারী মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছে মিরপুর বন্ধুসভা। রহিমা খাতুন ও তার মায়ের জন্য দুটি ইফতারি বক্স দেওয়া হয়।

মিরপুর বন্ধুসভার ইফতারি বিতরণ
ছবি: যুবাইর বীন আহমদ

কর্মসূচিটি বাস্তবায়নে কাজ করেছেন সাধারণ সম্পাদক যুবাইর বীন আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রায়হান ইসলাম এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মাহবুল হাসান। বন্ধুরা নিজেদের জমানো অর্থ ব‍্যয় করে এই কর্মসূচি সম্পন্ন করেন।

উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, মিরপুর বন্ধুসভার বন্ধুরা প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। এই কর্মসূচি বাস্তবায়নে বন্ধুরা যে শ্রম দিয়েছেন, তা সার্থক হয়েছে। এভাবেই বন্ধুরা সামাজিক ও মানবিক কাজ করার পাশাপাশি নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলছেন।

সভাপতি, মিরপুর বন্ধুসভা