মাভাবিপ্রবিতে সুবিধাবঞ্চিতদের মধ্যে বন্ধুসভার ঈদ উপহার

নতুন জামা হাতে শিশুরা
ছবি: বন্ধুসভা

প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতর সামনে রেখে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ১৯ শিশুকে ঈদের নতুন জামা এবং দুই নারীকে আর্থিকভাবে সহায়তা করেন বন্ধুরা।

১১ এপ্রিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার রুমে এ সহায়তা প্রদান করা হয়। ছোট শিশুরা ঈদের জামা পেয়ে অনেক খুশি। ১৬ মাসের শিশু তাসফিয়া নতুন জামা পাওয়াতে তার মা আপ্লুত হয়ে বলেন, ‘তোমরা না দিলে আমার সন্তান ঈদের দিন হয়তো নতুন জামা পেত না। তোমাদের সবার জন্য দোয়া করি বাবা, জীবনে অনেক বড় হও।’

এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. ইকবাল মাহমুদ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শামিম আল মামুন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আহসান হাবীব তারেক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি ফেরদৌস শান্ত, বর্তমান সভাপতি আবু হানিফ, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক সুজন চন্দ্র দাসসহ অন্য বন্ধুরা।

নতুন জামা বিতরণ শেষে সবাই একসঙ্গে ইফতার করেন। স্বাগত বক্তব্যে অধ্যাপক মো. ইকবাল মাহমুদ বলেন, ‘বন্ধুসভা সব সময় ভালো কাজের মধ্যে থাকে, তার অংশ হিসেবে আজকের নতুন জামা বিতরণ অনুষ্ঠান। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। তাদের এমন ভালো কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছি।’

অধ্যাপক মো. শামিম আল মামুন বলেন, ‘বর্তমানে সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, তার মাঝেও বন্ধুসভার এমন সুন্দর কাজ প্রশংসার দাবিদার। তারা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো সব সময় অন্যদের সাহায্যে এগিয়ে আসে। সামনে আরও ভালো কাজের আশাবাদ ব্যক্ত করছি। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সাধ্যমতো সর্বোচ্চ সাহায্য করব বন্ধুসভাকে।’

সভাপতি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা