‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ করেছে ডিআইইউ বন্ধুসভা। ৩ জুলাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘গাছ লাগাই, সবুজ পৃথিবী গড়ি’ স্লোগানে কর্মসূচিতে ডিআইইউ বন্ধুসভার উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্য বন্ধুরা অংশ নেন। এদিন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে বন্ধুদের মধ্যে ৩৫০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। তাঁরা ঢাকার বিভিন্ন স্থানে এগুলো রোপণ করবেন।
উপদেষ্টারা বলেন, ‘একটি গাছ মানে একটি জীবন। শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু ক্যাম্পাস নয়, বাইরের পরিবেশেও তারা গাছ রোপণের মাধ্যমে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’
সাধারণ সম্পাদক আদিল সরকার জানান, ডিআইইউ বন্ধুসভার পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
সাংগঠনিক সম্পাদক, ডিআইইউ বন্ধুসভা