সামাজিক মূল্যবোধ ও মানবিক সম্পর্কের চিত্র ‘নবীন’

ডিআইইউ বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

হুমায়ূন আহমেদের ‘নবীন’ উপন্যাস নিয়ে পাঠের আসর করেছে ডিআইইউ বন্ধুসভা। ২৭ অক্টোবর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যানটিনে এটি অনুষ্ঠিত হয়।

উপন্যাসটিতে মানবিক সম্পর্ক, প্রেম ও সামাজিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেছেন লেখক। কাহিনির কেন্দ্রবিন্দু হলো এক যুবতীর জীবন, যার জীবনযাত্রা ও সিদ্ধান্তগুলো পাঠকের মনে গভীর ছাপ ফেলে। উপন্যাসে মানবসম্পর্কের জটিলতা, প্রেমের উষ্ণতা ও সামাজিক বাধা-বিপত্তি ফুটিয়ে তোলা হয়েছে; যা বর্তমান যুবসমাজের জন্য খুবই প্রাসঙ্গিক।

সভাপতি আবদুল মুনয়িম সরকার বলেন, ‘হুমায়ূন আহমেদের উপন্যাসটির মধ্যে যে মানবিকতা ও সহানুভূতির ছোঁয়া রয়েছে, তা পাঠকের মনে দাগ কাটে। পাঠকের মধ্যে নতুন করে ভাবনার সঞ্চার করে, যা আমাদের সমাজের বাস্তবতাকে প্রতিফলিত করে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খালিদ হাসানসহ কার্যনির্বাহী কমিটির অন্য বন্ধুরা।

বন্ধু, ডিআইইউ বন্ধুসভা