‘চলচ্চিত্রে নিজ ভাষা, নিজ সংস্কৃতি’ স্লোগানকে ধারণ করে চলছে চট্টগ্রাম বন্ধুসভার চলচ্চিত্র উৎসব। ৮ জুলাই বিকেলে উৎসবের দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রটি বড় পর্দায় প্রদর্শন করা হয়। প্রথম আলো চট্টগ্রাম অফিসের মিলনায়তনে বিকেল চারটায় শুরু হয় এই চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী। প্রায় ৩০ বন্ধু একসঙ্গে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে বন্ধু সাদমান সাকিব বলেন, ‘আমি সাধারণত বাংলা চলচ্চিত্র দেখি না। কিন্তু বন্ধুসভার কল্যাণে আমি প্রথমে “সারেং বউ”, এখন “সূর্য দীঘল বাড়ী” দেখলাম। আজকের চলচ্চিত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানবসৃষ্ট দুর্ভিক্ষের ফলে মানুষের যে কষ্ট হয়েছিল, তা তুলে ধরা হয়েছে। অন্যদিকে একজন নারী কীভাবে স্বামী থেকে আলাদা হয়ে বাচ্চাদের নিয়ে সংগ্রাম করেন, তা ফুটে উঠেছে।’
চলচ্চিত্র প্রদর্শনী শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চট্টগ্রাম বন্ধুসভার মে মাসের সেরা বন্ধু হিসেবে ইনজামাম ইসলামের হাতে পুরস্কার ও ব্যাজ তুলে দেন চট্টগ্রাম সভার সহসভাপতি নুরুজ্জামান খান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহির রেজোয়ান আহমেদ। মে মাসের আরেক সেরা বন্ধু অর্পিতা দেবী দোলার হাতে ব্যাজ ও পুরস্কার তুলে দেন অর্থ সম্পাদক এ আর আছাদ এবং দপ্তর সম্পাদক মাসুদ রানা। এরপর উৎসবে প্রথম প্রদর্শিত চলচ্চিত্র ‘সারেং বউ’–এর রিভিউ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বন্ধু রিজভী ইসলাম।
শেষে একটি দলগত ছবির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উল্লেখ্য, গত ২৩ জুন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে আরও ১৬টি চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শন করা হবে।
সহসাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা