পথশিশুদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ইফতারি বিতরণ

পথশিশুদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ইফতারি বিতরণছবি: বন্ধুসভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় থাকে অনেক গৃহহীন পথশিশু। তাদের কেউ ফুল বা পানি বিক্রি করে, কেউ চায়ের দোকানে সহকারী হিসেবে কাজ করে, আবার কেউ কিছুই করে না। কোনো রকম অনাহারে–অর্ধাহারে দিন কাটে তাদের।

২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাবি বন্ধুসভার উদ্যোগে এ রকম ৩৫টি সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। আয়োজনে বন্ধুদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা মুমিত আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম ও ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান।

অধ্যাপক শরীফুল ইসলাম বলেন, ‘দেশব্যাপী বন্ধুসভা যে ভালো কাজগুলো করছে, তারই একটি অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আজ পথশিশুদের মধ্যে ইফতারি বিতরণ করেছে। এমন একটি মহতী উদ্যোগের অংশ হতে পেরে বন্ধুসভার প্রতি কৃতজ্ঞ।’

ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান বলেন, ‘বন্ধুসভা সর্বদা মানবতার জন্য কাজ করে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা যে ছিন্নমূল অসহায় শিশুদের মধ্যে ইফতারি বিতরণ করেছে, তা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।’ বন্ধুসভার উপদেষ্টা মুমিত আল রশিদ ঢাবি বন্ধুসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ চলমান রাখার পরামর্শ দেন।

এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মোশাররফ খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনমুন জেসমিন, রিফাত রুচি, প্রচার সম্পাদক সাইদুর রহমান, পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত, কার্যনির্বাহী সদস্য সিদরাতুল মুনতাহাসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা