স্কুলশিক্ষার্থীদের মধ্যে ৩০০০ গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সবুজায়ন কর্মসূচি
ছবি: বন্ধুসভা

‘প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে প্রতিবছরই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। এবারও শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ৭ ও ৮ আগস্ট শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে তিন হাজার মাল্টা ও কমলা ফলের গাছের চারা বিতরণ করা হয়েছে। আমাদের লক্ষ্য পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো যেন সঠিক পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়, এ জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই।’ বলছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন।

গাছের চারা হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

৭ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে দুই হাজার মাল্টা ও কমলা গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা দিয়ে সহযোগিতা করে মনামিনা কৃষি খামার। ৮ আগস্ট হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীদের মধ্যে আরও এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষ বিতরণ
ছবি: বন্ধুসভা

প্রথমদিন দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন মনামিনা কৃষি খামারের স্বত্বাধিকারী জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা মতিউর রহমান, গ্রীণ ভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা খাতুন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন, ম্যাগাজিন সম্পাদক রামিজ আহমেদ, মো. ওবাইদুল্লাহ, শাহনিনা প্রামাণিকসহ অন্য বন্ধুরা।

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা