মহান বিজয় দিবসে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের বীর শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গাজীপুর বন্ধুসভা। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে বন্ধুরা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় রক্তদান সংগঠন আলোর দিশারী ফাউন্ডেশনকে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষায় সার্বিক সহযোগিতা করেন গাজীপুর বন্ধুসভার বন্ধুরা।
গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরাফাত মন্ডল বলেন, ‘যাঁদের জন্য অর্জিত আমাদের এই দেশ, তাঁদের স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে এবং তরুণদের মধ্যে বিজয়ের উদ্দীপনা ছড়িয়ে দিতে চায় বন্ধুসভা।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সজীব চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মারফুয়া সিয়াম, বন্ধু মোস্তাফিজ রহমান, ওয়াজিদা মনি, মরিয়ম সুলতানাসহ অন্যান্য বন্ধুসভা।
বন্ধু, গাজীপুর বন্ধুসভা