রূপসী রূপসার তীরে তাঁবুবাস

রূপসা নদীর তীরে তাঁবুবাস করেন খুলনা বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘চাঁদনী রাত আমাদের প্রফুল্লচিত্তে আনন্দ সঞ্চার করে। আর যদি সেটি হয় নদীর তীরে, তাঁবুতে বাস এবং জ্যোৎস্না ঝরে পড়া রাতে নদীতে স্নান; সেই আনন্দ তখন শতগুণে উপভোগ্য হয়,’ বলছিলেন খুলনা বন্ধুসভার বন্ধু ইমন মিয়া।

গত ২৫ এপ্রিল রূপসা নদীর তীরে খুলনা বন্ধুসভার বন্ধুরা তাঁবুবাস এবং চাঁদবিলাস করেন। নদীটি পদ্মার একটি শাখা নদী। এর উৎপত্তি ভৈরব নদ থেকে। সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত অবধি চলে বন্ধুদের তাঁবু এবং চাঁদবিলাস।

বিকেল চারটা থেকে বন্ধুরা তাঁবু টানানোসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় অতিবাহিত করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি তুহিন রায় ও সাধারণ সম্পাদক আশফিক আহমেদ।

জ্যোৎস্না রাতে গান ও কৌতুক পরিবেশনা, কবিতা আবৃত্তি, রাতুলের গিটার এবং গলার সুর, হাফিজ ভাইয়ের আবেগপ্রবণ গল্প, মাসুম ভাইয়ের অনুপ্রেরণামূলক কথাসহ নানা আনন্দ আয়োজনে মেতে থাকেন বন্ধুরা। ছিল চাঁদের আলোয় বিভিন্ন ইনডোর গেমস।

রাতের খাবার হিসেবে বারবিকিউ এবং পরোটার ব্যবস্থা করা হয়। মুড়ি মাখা ও কাঁচা আম মাখা তৈরি করেন সহসভাপতি হাফিজুর রহমান। কাঁচা আম মাখানো খেতে খেতে খুলনার বন্ধু মোস্তফা কামাল বলেন, ‘এই যে তাঁবু টানানো, রাতের মধ্যে একটা প্রোগ্রাম শেষ করা, আনন্দ উপভোগ করাসহ আজকের এই অভিজ্ঞতার মাধ্যমে আমাদের বন্ধুরা অনেক কিছু শিখবেন বলে মনে করি।’

প্রশিক্ষণ সম্ম্পাদক মিতা মাহমুদ বলেন, ‘আজকের এই অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগাতে পারব। এই রাত আমার জীবনে স্মরণীয় হয়ে গেঁথে থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার উপদেষ্টা শেখ আল এহসান, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণসহ অন্তত ৫০ জন বন্ধু।

যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা