শীতের কুয়াশা ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ২৩তম আঞ্চলিক গণিত উৎসব। ১৭ জানুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতা করেন সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।
সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার ও মানচিত্র কুমার পাল এবং গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্–বাংলা ব্যাংক পিএলসির সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান।
বগুড়া ও সিরাজগঞ্জ জেলার প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—মোট চার ক্যাটাগরির প্রায় ৬০০ শিক্ষার্থী নিয়ে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টা পরীক্ষা শেষে বেলা ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়। বেলা দুইটায় ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের মেডেল ও টি-শার্ট উপহার দেন অতিথিরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আবুল কাশেম।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা