ঈদে তোমার ত্রাণ পায়া ভালোই হইল বাহে

বন্যার্তদের মধ্যে ঈদ উপহার তুলে দিচ্ছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘জমি–বাড়িত কাম করি খাই, বন্যার পানি এহনো ভালো করি শুকায় নাই, কাজ করমো কোডাই, খামো কী? ঈদে তোমার ত্রাণ পায়া ভালোই হলো বাহে ।’

৭ জুলাই কুড়িগ্রাম সদর ঘোগাদহ ইউনিয়ন খামার রসুলপুর মাঝিপাড়ায় ২৫০ পরিবারকে এবং পরের দিন যাত্রাপুর, পাঁচগাছি ও বেগমগঞ্জের তিন ইউনিয়নে ২৫০টি পরিবারের মধ্যে প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় ত্রাণ দিয়েছেন কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা। খাদ্যসামগ্রী পেয়ে খুশিতে কথাগুলো বলেন যাত্রাপুরের ৪৫ বছর বয়সী দিনমজুর রফিজ মিয়া।

কুড়িগ্রাম বন্ধুসভার ঈদ উপহার পেয়েছে ৫০০ পরিবার
ছবি: বন্ধুসভা

‘বন্যার পর আবার নদীভাঙন হইছে, এহনও কোনো ত্রাণের মুখ দেহে নাই এই ভাটি গাঁও।’ এভাবেই নিজেদের আনন্দ প্রকাশ করেন ত্রাণ নিতে আসা বানভাসিরা। প্রতিটি প্যাকেটে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ ও লবণসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।

মহৎ এই কাজে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি সফি খান, সহসভাপতি ঊর্মি আক্তার, ভরসা সাহা, সজল মোহন্ত, দুলাল, রাকিব, রিফাত, মুন্না, তন্ময়, শাওন, গৌরব, প্রান্ত, আতিকসহ আরও বন্ধু।

সভাপতি, কুড়িগ্রাম বন্ধুসভা