রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাবি বন্ধুসভার সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর প্রথম সাংগঠনিক বৈঠক করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৮ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক রিয়াদ খানের সঞ্চালনায় শুরুতেই সদ্য বিদায়ী সভাপতি মো. তুহিনূজ্জামান বিগত বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে নতুন কমিটির সদস্যদের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

বৈঠকে নতুন কমিটির সদস্যরা নিজ নিজ পরিচয়ের মধ্য দিয়ে বন্ধুসভা নিয়ে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। বন্ধুসভার গঠনতন্ত্র ও বন্ধুদের আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে রাবি বন্ধুসভার বন্ধুরা

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি সবুজ কুমার রায়, তহুরা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক বাঁধন রায়, প্রচার সম্পাদক নাঈম শাহরিয়ার, সাংস্কৃতিক সম্পাদক আসিফ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আররাফি সিরাজী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুইটি সাহা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আলহাজ হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. রায়হান, বইমেলা সম্পাদক শ্রাবন্তী সরকার, কার্যনির্বাহী সদস্য মহসীন আহমেদসহ অন্য বন্ধুরা।

সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা