‘উন্নয়নের পথে বাংলাদেশ: রাজনীতি ও অর্থনীতির সমন্বয়’ শিরোনামে পাঠের আসর করেছে রাবি বন্ধুসভা। ৩০ অক্টোবর বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
বন্ধু মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি তুহিনূজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে রাজনীতি ও অর্থনীতির সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তুহিনূজ্জামান বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন পথ প্রশস্ত করতে রাজনীতি ও অর্থনীতির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব ও সঠিক অর্থনৈতিক নীতির মাধ্যমে আমরা দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে পারব। একযোগে কাজ করে আমরা একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে সক্ষম হব।’
সাধারণ সম্পাদক রহিমা সিদ্দিকী বলেন, রাজনীতি ও অর্থনীতি একটি আরেকটির পরিপূরক। দুটির মধ্যে সমন্বয় না থাকলে দেশের উন্নয়ন হবে না, দুর্নীতি বাড়তে থাকবে। তাই দেশের ভালোর জন্য হলেও রাজনীতি ও অর্থনীতির মধ্যে সমন্বয় রেখে যেকোনো সরকারকেই সামগ্রিক উন্নয়নে কাজ করা উচিত।
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, রাবি বন্ধুসভা