নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন

অনুষ্ঠান শেষে স্কুলশিক্ষার্থীদের সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন এবং জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধুসভা।

১৭ মার্চ দিনব্যাপী আয়োজনে ছিল স্থানীয় গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

সকাল ১০টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন ধরনের খেলায় অংশ নেয় শিক্ষার্থীরা। এর মধ্যে ছিল পিলো পাসিং, মেয়েদের ১০০ ও ২০০ মিটার দৌড়, ছেলেদের ২০০ মিটার দৌড় এবং কুইজ প্রতিযোগিতা। বন্ধুসভার বন্ধুদের জন্যও থাকে খেলার আয়োজন।

সাংস্কৃতিক পর্বে নাচ, গান ও কবিতা আবৃত্তি করে শিক্ষার্থীরা। সবশেষে আলোচনা সভায় বঙ্গবন্ধুর দেশীয় ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করার জন্য শিশুদের উদ্দেশে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও জীবন নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্যে বশেমুরবিপ্রবি বন্ধুসভার সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই ছিলেন সাহসী এবং দেশের প্রতি ছিল গভীর টান। তিনি ভাষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। দেশের প্রান্তিক মানুষের জন্য লড়েছেন এবং তাঁদের ঐক্যবদ্ধ করেছেন। আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমাদের মুক্তিযুদ্ধ এবং দেশ স্বাধীন হয়েছে।’

সংস্কৃতিবিষয়ক সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা