প্রতিযোগিতা বিষয়টি যেমন চ্যালেঞ্জিং ঠিক তেমনই উচ্ছ্বাসের। বর্তমানে পড়াশোনা যেন প্রতিষ্ঠাননির্ভর হয়ে পড়েছে। স্কুল ব্যাগভর্তি বই আর মাথার ওপর পড়ার চাপ। তারপর আছে প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়া। নতুন কিছু জানা ও শেখার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের জানা এবং শেখার আগ্রহ বাড়াতে সহশিক্ষা কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করে। সে কথা মাথায় রেখে ভৈরব বন্ধুসভা নানা ধরনের আয়োজন করে থাকে। যেমন পাঠচক্র, বিতর্ক, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য ভৈরব বন্ধুসভা আয়োজন করেছে স্কুল পর্যায়ে ‘সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৪’।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ভৈরব উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান। শুরু হয় চলতি মাসের ৩ তারিখ থেকে। প্রতিটি পর্বে দুটি দল করে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথম দিন মোট চারটি স্কুল অংশগ্রহণ করে দুটি পর্বের মাধ্যমে।
‘খ’ গ্রুপে ভৈরবের প্রাচীন বিদ্যাপীঠ ভৈরব সরকারি কাদির বকস পাইলট মডেল হাইস্কুল এবং জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ প্রতিদ্বন্দ্বিতা করে। ‘গ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় এবং ভৈরব আইডিয়াল স্কুল। ‘খ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হয় ভৈরব কাদির বকস মডেল হাইস্কুল এবং ‘গ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হয় ভৈরব আইডিয়াল স্কুল।
সঞ্চলনা করেন ভৈরব বন্ধুসভার অর্থ সম্পাদক নাফিস রহমান ও সাধারণ সম্পাদক মানিক আহমেদ। উপদেষ্টা জনি আলম বলেন, ‘এই ধারায় ভৈরবে এমন প্রতিযোগিতা আর হয়নি। ভৈরব বন্ধুসভা এখানে প্রশংসার দাবিদার। বন্ধুসভার একজন হিসেবে গর্ববোধ করি।’
উপদেষ্টা ওয়াহিদ আমিন বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা যখন কোনো কাজ করবে, সেখানে নান্দনিকতার ছোঁয়া থাকবে। দারুণ সেট নির্মাণ করেছ বন্ধুরা। শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে এরকম আয়োজন অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।’
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা জানান, আয়োজনটির স্বচ্ছতা রক্ষার্থে স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের সামনে লটারি করে দল নির্বাচন করা হয়। ওরিয়েন্টেশনের মাধ্যমে একদিন আগেই সবাইকে নিয়মাবলি জানিয়ে দেওয়া হয়।
সভাপতি প্রিয়াংকা জানান, সাধারণ জ্ঞান আয়োজন এত চমৎকারভাবে সবার সামনে উপস্থাপন করব, তা মনের মধ্যে গাঁথা ছিল। সম্ভব হলে জ্ঞাননির্ভর এই আয়োজন ভৈরব বন্ধুসভায় প্রতিবছর করার চেষ্টা করব।
আয়োজনটির ভিন্ন স্বাদ দেওয়ার জন্য প্রশ্নের ধরনেও চমক রাখা হয়। যেমন ১০ নম্বরের একটি পর্ব ‘ঝটপট পর্ব’ নামে রাখা হয়। তা ছাড়াও নানা প্রশ্ন ভিজ্যুয়ালে উপস্থাপন করা হয়। টানটান উত্তেজনায় শেষ হয় প্রথম পর্বের দুটি আয়োজন।
আয়োজনটি অনুষ্ঠিত হয় প্রথম আলোর ভৈরব অফিসে। লাইভ সম্প্রচার হয় ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে। লাইভ সম্প্রচার ও ভিজ্যুয়াল পর্ব পরিচালনা করেন বন্ধু নাহিদ হোসাইন ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামির রহমান।
প্রচার সম্পাদক, ভৈরব বন্ধুসভা