বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে রংপুর বন্ধুসভা। ৩০ মে বিকেলে প্রথম আলোর রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে ছিলেন বন্ধু কামরুল ইসলাম ও রেহানা পারভিন। অন্য বন্ধুরাও একে একে বইটির সঙ্গে আধুনিক যুগ নিয়ে তুলনামূলক আলোচনা করেন।
‘শেষের কবিতা’ একটি রোমান্টিক উপন্যাস। দারুণ দারুণ সব কবিতা দিয়ে সাজানো বইটিকে কাব্য-উপন্যাসও বলা যায়। প্রেম পরিণতির দিকে না গিয়েও টিকে থাকে স্বাধীনভাবে। এই উপন্যাসে প্রেমকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়। বইটিতে নারী-পুরুষের সম্পর্কের পরিবর্তনগুলোও দেখানো হয়েছে বাস্তবতার নিরিখে। আধুনিকতা ও রুচিশীল চিন্তার নতুন ছোঁয়া পায় উপন্যাসের পাতায় পাতায়। বিধবাবিবাহ ও নারীর আত্মনির্ভরশীলতার বিষয়টিও স্থান পায়।
পাঠচক্র সঞ্চালনা করেন সভাপতি আরিফ হাসান। আরও উপস্থিত ছিলেন বন্ধু সাইদুর জামান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সৌমিত্র বর্মন, কার্যনির্বাহী সদস্য জাহিদ আলম, সহসাংগঠনিক সম্পাদক দীপ্ত তালুকদার, বন্ধু সাজিয়া ইসলাম, আওরঙ্গজেবসহ অন্য বন্ধুরা।
সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা