‘সপ্তপদী’ উপন্যাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘সপ্তপদী’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুনীর চৌধুরী অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

সপ্তপদী উপন্যাসে লেখক মূলত একটা প্রেমের সম্পর্কের ভাঙাগড়ার মাধ্যমে সত্যের অনুসন্ধান করেছেন। কারও সঙ্গে সাত পা হাঁটলেই হয়ে যায় অখণ্ড বন্ধুত্ব। এমনি এক অকৃত্রিম বন্ধুত্ব, ভালোবাসার গল্প সপ্তপদী। গল্পটা একজন পুরুষ এবং একজন নারীর অসজ্ঞায়িত ভালোবাসার উপাখ্যান। একজন ঈশ্বরের নামে প্রেম দূরে ঠেলে দিয়ে ঈশ্বর হারিয়ে মর্ত্যের অন্ধকারে হাবুডুবু খায়, অপরজন প্রেম হারিয়ে ঈশ্বরের সন্ধানে বেরিয়ে পড়ে এবং পেয়েও যায়। একজন রিনা ব্রাউন থেকে হয়ে ওঠে তামসী রিনা, অন্যজন কৃষ্ণেন্দু থেকে হয়ে ওঠেন সাধক কৃষ্ণস্বামী।

পাঠের আসরে বইটি নিয়ে আলোচনা করেন মামুনুর রশীদ, মেহেদী হাসান, সানাম সালতানা ও ইফাদ হাসান। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত। পরে নির্ধারিত বইয়ের ওপর কুইজের আয়োজন এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সবশেষে বন্ধু অনীক মিয়ার গানের মাধ্যমে আয়োজনের ইতি টানা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোশাররফ খান, সাইদুর রহমান, লামিয়া আফরোজ, সাদিয়া খুশি, খাদিজাতুল কোবরা, মাকসুদ রাব্বি, সজল কুমার প্রমুখ।

পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা