জহির রায়হানের অন্তর্ধান দিবসে পাঠচক্র

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: সংগৃহীত

বাংলা কথাসাহিত্যের অনবদ্য একজন লেখক জহির রায়হান। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও যুদ্ধ চলাকালে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। জহির রায়হানের অন্তর্ধানের ঘটনা প্রায় সবারই জানা। মরিয়া হয়ে বড় ভাই শহীদুল্লা কায়সারকে খুঁজতে বের হয়ে আর ফেরেননি। এই ঔপন্যাসিকের স্মরণে প্রায় প্রতিবছর ৩০ জানুয়ারি জহির রায়হান অন্তর্ধান দিবস পালিত হয়।

এবার এই দিনে জহির রায়হানের স্মরণে নোয়াখালী বন্ধুসভা অনলাইন গুগল মিট অ্যাপে আয়োজন করে একটি অনলাইন আলোচনা সভা ও পাঠচক্রের। পাঠচক্রের জন্য নির্ধারণ করা হয় জহির রায়হান রচিত ‘বরফ গলা নদী’ উপন্যাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উম্মে ফারহিন।

পাঠচক্র শুরু হয় রাত ৯টায়। পরিচয়পর্ব শেষে শুরু হয় আলোচনা। একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের সংগ্রামী জীবন ও তাদের প্রত্যেকের জীবনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখক রচনাটি সম্পন্ন করেন। কিন্তু শেষ পর্যায়ে তা একটি ট্র্যাজেডিমূলক রচনায় পরিণত হয়, একটি দুর্ঘটনার মধ্য দিয়ে। বইটির কিছু অংশ পড়ে শোনান প্রচার সম্পাদক ওমর সানি ও সহসাংগঠনিক সম্পাদক তাজকির হোসেন। একপর্যায়ে সহসভাপতি জ্যানিশা আফরোজ পুরো বইটির সারাংশ তুলে ধরেন।

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: সংগৃহীত

উপদেষ্টা সুমন নুর লেখকের অন্তর্ধানের প্রেক্ষাপট আলোচনার পরিপ্রেক্ষিতে বলেন, ‘১৯৭২ সালে একটি বধ্যভূমিতে লেখকের মরদেহ পাওয়া যায় বলে অনেকেই দাবি করেছেন। তাই আমরা লেখকের গুম হওয়ার বিষয়টি নিয়ে এখন আর অনিশ্চয়তায় থাকার মানে হয় না।’ তিনি আরও বলেন, ‘জহির রায়হান চলচ্চিত্র পরিচালক হিসেবে খুবই প্রখ্যাত। তাঁর সৃষ্ট ‘‘স্টপ জেনোসাইড’’ আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন আদায়ে অন্যতম ভূমিকা রেখেছিল।’

সভাপতি আসিফ আহমেদ ‘জীবনের জয়গান ও জহির রায়হান’ সূচক একটি রিপোর্ট তুলে ধরেন। তিনি বলেন, ‘জহির রায়হান খুবই অল্প সময় সাহিত্যের জন্য কাজ করেছেন। বেঁচে থাকলে হয়তো আমরা আরও ভালো ভালো কিছু উপন্যাস উপহার পেতাম। আমি প্রায় ওনার সব উপন্যাসই পড়েছি।’

সবশেষে একটি কবিতা আবৃত্তি করেন সানি তামজিদ। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল, দপ্তর সম্পাদক ধ্রুব ভুঁইয়া, ম্যাগাজিন সম্পাদক নাফিস আহমেদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আরাফাত শিহাব, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক ফারহানা ফারিয়া, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, বন্ধু ফারিনসহ আরও অনেকে।

সহসাংগঠনিক সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা