বর্ষাবন্দনায় কবিতা, আড্ডা ও গানের আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৪ জুলাই বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটে এটি অনুষ্ঠিত হয়।
বর্ষাকাল নিয়ে লেখা নিজের স্বরচিত কবিতা ‘হঠাৎ যদি নামে বৃষ্টি’ আবৃত্তি করেন দপ্তর সম্পাদক আসেফ উৎস। পাশাপাশি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘আষাঢ়’ কবিতাটিও আবৃত্তি করেন। সুকুমার রায়ের লেখা ‘বর্ষার কবিতা’ আবৃত্তি করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান। গান পরিবেশন করেন বন্ধু সাদিয়া কুলসুম ও মাহমুদা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান, মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সিফা বিনতে হাবিব, শাকিল হোসেন, আহমেদ ওয়ালিদ, বন্ধু রামিজ আহমেদ, মুশফিক মাহাদী, সাজ্জাদ হোসেনসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা