পরিবেশ রক্ষায় জবি বন্ধুসভার বৃক্ষরোপণ

বৃক্ষের চারা রোপণের পর জবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

একদিকে পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতা জ্যামিতিক হারে বাড়ছে, অন্যদিকে পাল্লা দিয়ে গলছে মেরু অঞ্চলের বরফ। এমন অবস্থা চলতে থাকলে বাংলাদেশসহ ভূপৃষ্ঠের নিম্নাঞ্চলের দেশগুলোর পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জবি বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

এই পরিস্থিতি মোকাবিলায় এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ করছে প্রথম আলো বন্ধুসভা। এরই অংশ হিসেবে ২৭ আগস্ট নিম, রাধাচূড়াসহ নানা রকম পরিবেশবান্ধব ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।

এই কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে এম সুজাউদ্দিন। বন্ধুসভার বন্ধুদের এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব কর্মসূচির ভূঁয়সী প্রশংসা করেন তাঁরা।

সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা