যাহিদ সুবহান রচিত ‘নকল মানুষ’ বই নিয়ে পাঠের আসর করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসে অর্থ সম্পাদক আলহাম উদ্দিনের অফিস কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বই থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আলহাম উদ্দিন। যাহিদ সুবহান মূলত একজন কবি এবং লিটলম্যাগ কর্মী। ‘নকল মানুষ’ তার অষ্টম গ্রন্থ এবং প্রথম গল্পগ্রন্থ।
সহসভাপতি আল মুনছুর রাব্বি বলেন, ‘সংগঠনে বন্ধুদের সক্রিয় রাখতে বেশি বেশি পাঠচক্র আয়োজন করতে হবে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম শেখ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক আনেন নাইম ও বন্ধু বিপুল হাসানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা