ভৈরব বন্ধুসভার ১৪৯তম পাঠচক্র

বই নিয়ে আলোচনা করছেন এক বন্ধু
ছবি: বন্ধুসভা

‘বিড়াল’ প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কমলাকান্তের দপ্তর’–এর অন্যতম শ্রেষ্ঠ রচনা। এই প্রবন্ধটি নিয়ে ১৬ নভেম্বর বিকেলে প্রথম আলোর ভৈরব অফিসে বসে ভৈরব বন্ধুসভার ১৪৯তম পাঠের আসর।

পাঠচক্রের শুরুতে ‘বিড়াল’ প্রবন্ধের প্রথম অংশ পাঠ করেন বন্ধু শাহরিয়ার ইবাদ। এরপর প্রবন্ধের ব্যাখ্যাসহ বাকি অংশ উপস্থাপন করেন কার্যকরী সদস্য তোফাজ্জল তূর্য। মুক্ত আলোচনায় অংশ নেন হাবিবুর রহমান, সাবেক সহসভাপতি মেহেরুন সুমী, সহসভাপতি প্রিয়াঙ্কা ও বন্ধু শাওন।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা বলেন, এই প্রবন্ধের মাধ্যমে বঙ্কিমচন্দ্র ধনী-দরিদ্রের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের ওপর আলোকপাত করেছেন।

পাঠচক্র ও পাঠাগার সম্পাদক, ভৈরব বন্ধুসভা