পাবনা বন্ধুসভার উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে পাবনা বন্ধুসভার উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণছবি: বন্ধুসভা

পাবনা শহরের এক বস্তিতে মায়ের সঙ্গে বাস করে মাসুদ (৮)। অর্থাভাবে পড়াশোনা করতে পারে না। মা শহরের বিভিন্ন স্থানে ভিক্ষা করে বেড়ান। ছেলেও মাঝেমধ্যে তাঁকে সঙ্গ দেয়।

মাসুদের মতো এমন ৫০ শিশুকে শিক্ষাসামগ্রী কিনে দিয়েছে পাবনা বন্ধুসভা। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ।

২৫ অক্টোবর বন্ধুরা পাবনা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল বই, খাতা ও কলম। পাশাপাশি শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের পড়াশোনা চালিয়ে নেওয়ার পরামর্শ দেন বন্ধুরা। প্রয়োজনে পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করারও আশ্বাস দেওয়া হয়।

সভাপতি, পাবনা বন্ধুসভা