আমাদের সুস্থ, সুন্দর থাকতে হলে প্রয়োজন পরিবেশকে সুস্থ রাখা। তাই প্রয়োজন সময়োপযোগী গাছ রোপণ করা। প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা কাজটি প্রতিবছর করে থাকে।
তারই ধারাবাহিকতায় ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় গাছ রোপণ করেছে ঝালকাঠি বন্ধুসভা। ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ৩ সেপ্টেম্বর জেলার সিটি পার্ক প্রাঙ্গণে বেশ কিছু খালি জায়গায় দেড় শতাধিক চারা গাছ রোপণ করেন বন্ধুরা।
বন্ধুদের এই সুন্দর কাজ দেখে পার্কের দর্শনার্থীরাও এগিয়ে আসেন এবং বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।
ঝালকাঠি বন্ধুসভার বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক উজ্জ্বল রহমান বলেন, ‘বৃক্ষরোপণ ভালো কাজের মধ্যে অন্যতম। আমাদের জন্মভূমির প্রতি প্রত্যেক মানুষের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বের জায়গা থেকে আমরা নিজ নিজ উদ্যোগে একটি হলেও গাছ রোপণ করব।’
বন্ধু শাকিল হাওলাদার বলেন, ‘গাছ যেমন মানুষের বন্ধু, তেমনই পশুপাখিরও বাসস্থান। আবার কোনো কোনো পশুপাখির বেঁচে থাকার জন্য খাদ্যের উৎস হয় গাছ থেকেই।’
সভাপতি মুহিত খান বলেন, ‘সবাই জানি, বৃক্ষ আমাদের প্রকৃতি ও পরিবেশের জন্য কত গুরুত্বপূর্ণ। প্রকৃতির সৌন্দর্য থেকে শুরু করেন ভূমি উর্বরতা ও ভূমিক্ষয় রোধ, অক্সিজেন, আসবাব ইত্যাদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গাছের প্রয়োজন অপরিসীম। তাই আমাদের শুধু বৃক্ষ রোপণ করলেই চলবে না, পরিচর্যাও করতে হবে। আমরা যত পারি বেশি বেশি বৃক্ষ রোপণ করব এবং রোপণের পর তা পরিচর্যা করব।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি মাহমুদুর রহমান, ঝালকাঠি বন্ধুসভার সাধারণ সম্পাদক বীথি শর্মা বণিক, বন্ধু মশিউর রহমান, শাহরিয়া ইসলামসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা