সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষকে কম্বল উপহার দিয়েছে ফেনী বন্ধুসভা। ৮ ফেব্রুয়ারি সকালে উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়। উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।
কঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়বের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী বন্ধুসভার উপদেষ্টা সাংবাদিক আমজাদ হোসাইন, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক খোরশেদ আলম ও ফেনী বন্ধুসভার সভাপতি জান্নাত আক্তার।
কম্বল নিতে বিভিন্ন বয়সী মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন। তাঁদের একজন উপজেলার বাদুরিয়া এলাকার মিজানুর রহমান। কম্বল পেয়ে তিনি বলেন, ‘এ বছর এই প্রথম বন্যার পরে আমাদের কেউ কম্বল দিয়েছে। প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে কম্বল পেয়ে এখন আরামে ঘুমাতে পারব।’
এ সময় ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সহসভাপতি মো. ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁঞা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দিপংকর রায়, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় নাথ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মনিরুল ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী সদস্য, ফেনী বন্ধুসভা