সাতক্ষীরায় বিশেষ চাহিদাসম্পন্নরা পেল নতুন পোশাক

সাতক্ষীরা বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ফিরোজা বেগম, স্বামী মারা গেছেন কিছুদিন হলো। একমাত্র সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন ফিরোজ সরদারকে (২৪) ঈদে নতুন জামা কিনে দেওয়ার ইচ্ছে থাকলেও উপায় করতে পারছিলেন না। এ অবস্থায় সাতক্ষীরা বন্ধুসভার পক্ষ তাঁর ছেলের জন্য নতুন পাঞ্জাবি উপহার দেওয়া হয়।

১০ এপ্রিল ঈদের নতুন পাঞ্জাবি পেয়ে ২৪ বছরের ফিরোজ যতটা না খুশি হয়েছেন, তাঁর মা ফিরোজা বেগম আরও বেশি খুশি হন। তিনি বলেন, ফিরোজকে এই পাঞ্জাবি পরিয়ে নামাজ পড়তে নিয়ে যাবেন। এটি না পেলে হয়তো ঈদে নতুন পাঞ্জাবি কিনে দিতে পারতেন না।

কামালনগরের বস্তিতে থাকা চায়ের দোকানদার সালেহা খাতুন। ছোট্ট একটা দোকানের ওপর চলে তাঁর সংসার। স্বামীটাও গাড়ি দুর্ঘটনায় পঙ্গু হয়ে বাসায় পড়ে আছেন। দুইটা সন্তান নিয়ে তাঁদের খুব কষ্ট করে জীবন চালাতে হয়। দুই সন্তান শিউলী আক্তার (১২) ও রাসেল (৭) ঈদের নতুন কাপড় পেয়ে তাদের  আনন্দ আর ধরে না। সালেহা বলেন, এ নতুন জামা না পেলে এবারের ঈদে তাদের নতুন কাপড় পরা হতো না।

সাতক্ষীরা বন্ধুসভার সহমর্মিতার ঈদ

সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া বিধবা নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মধ্যে নতুন পোশাক ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় প্রথম আলোর সাতক্ষীরা অফিসে এগুলো বিতরণ করা হয়।

এ সময় নতুন রঙিন জামা ও পাঞ্জাবি দেওয়া হয় ৩০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে। খাদ্যসামগ্রী দেওয়া হয় ২০টি পরিবারকে এবং আরও ১০ জন বিধবা নারীকে শাড়ি ও ২০ জন বৃদ্ধকে লুঙ্গি দেওয়া হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বন্ধুসভার উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলা, শম্পা গোস্বামী, সাতক্ষীরা বন্ধুসভা সভাপতি কর্ণ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুরা আক্তার, মোকাররম বিল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক মৌটুসী চ্যাটার্জি, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার, ম্যাগাজিন সম্পাদক রুহুল আমিন, বইমেলা সম্পাদক মৃত্যুজয় বিশ্বাস, বন্ধু জাহিদ হাসান, অর্ণব মণ্ডল, আতিকুজ্জামান শাহেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জিসহ অন্য বন্ধুরা।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা