শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুনীর চৌধুরী অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মে মাসে সেটির পুরস্কার বিতরণ অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু জুলাই বিপ্লবের কারণে তা আর সম্ভব হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ হয়ে যায়।
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা মুমিত আল রশিদ, সহসভাপতি মাহবুব পারভেজ ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক। তাঁরা ঢাবি বন্ধুসভার বিভিন্ন কাজের প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাবি বন্ধুসভার সভাপতি মোশারফ খান ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান। সাংস্কৃতিক পর্বে শিশুরা নাচ ও গান পরিবেশনা এবং কবিতা আবৃত্তিতে অংশ নেয়। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করেন অতিথিরা।
প্রচার সম্পাদক, ঢাবি বন্ধুসভা