রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের বৈঠক

বৈঠক শেষে উপদেষ্টা ও বন্ধুদের সঙ্গে জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলাছবি: বন্ধুসভা

সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রংপুর বন্ধুসভার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা। ৩ ফেব্রুয়ারি প্রথম আলোর রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

রংপুর বন্ধুসভা বরাবরই একটি অগ্রগামী সংগঠন উল্লেখ করে নেওয়াজুল মওলা বলেন, ‘বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে তারা এটি প্রতিবারই প্রমাণ করে এসেছে। আশা করি, এ ধারাবাহিকতা ভবিষ্যতে বজায় থাকবে।’

বন্ধুসভার মূল কর্মসূচিগুলোতে এবার বেশ নতুনত্ব এসেছে। সেটা জানিয়ে নেওয়াজুল মওলা বলেন, ‘সহমর্মিতার ঈদ, বৃক্ষরোপণ কর্মসূচি, একটি করে ভালো কাজের মতো কর্মসূচিগুলোর পাশাপাশি এবার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’ গুরুত্ব সহকারে এসব কাজ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এ ছাড়া নিয়মিত পাঠচক্র, ন্যূনতম একটি বইমেলা ও প্রতিটি ইভেন্টের নিউজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নেওয়াজুল মওলা রংপুর বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির কাছে তাদের বার্ষিক পরিকল্পনা জানতে চান। জবাবে বন্ধুরা জানান, নতুন কমিটি ঘোষণার পরপরই সবাই আঞ্চলিক গণিত উৎসব নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। জাতীয় পর্ষদ ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি নিজস্ব উদ্যোগে ব্যতিক্রমী ও অর্থবহ কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক বার্ষিক পরিকল্পনা নিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির আলোচনা সভা বসবে।

আলোচনার শেষ পর্যায়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক। তাঁরা রংপুর বন্ধুসভার নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা ও ধারাবাহিকতা বজায় রাখতে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর বন্ধুসভার উপদেষ্টা আরিফুল হক রুজু, সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সঙ্গিতা দাস, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সোহাগ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল আহাদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মাহফিল আরা হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক বৈশাখী রাণীসহ অন্যান্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা