‘নৈতিকতার সংকট’ বিষয়ে পাঠের আসর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

পাঠচক্রে বই পড়ার পাশাপাশি বন্ধুদের মধ্যে হতে পারে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, যৌক্তিক সমালোচনা। সেই ধারণাকে পোষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা তাদের নিয়মিত পাঠচক্রে এবারের শিরোনাম দিয়েছে ‘নৈতিকতার সংকট’।

পাঠচক্রে নির্ধারিত বই ছিল অস্ট্রেলিয়ান দার্শনিক পিটার সিঙ্গার রচিত ‘প্র্যাকটিক্যাল এথিকস’। গতকাল বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিএসসির ১০ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্র সভায় আলোচনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক সাইফুল্লাহ সাদেক, জাবি বন্ধুসভার সাবেক সভাপতি নাজিউল ইসলাম, ঢাকা মহানগর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি ইশতিয়াক উদ্দিন, কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জর্জ বিশ্বাস, জাবি বন্ধুসভার সভাপতি হামিদা জান্নাত, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ প্রায় ৩০ বন্ধু।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, জাবি বন্ধুসভা