প্রথম আলোর প্রধান শক্তি পাঠক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতাছবি: বন্ধুসভা

আস্থার প্রতীক হয়ে সারা দেশে ভালোকে ভালো আর মন্দকে মন্দ হিসেবেই পাঠকের সামনে তুলে ধরছে প্রথম আলো। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো কাজ করে, ভালোকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। সব সময় সত্যের জায়গায় অবিচল থাকে। তাদের প্রধান শক্তি হচ্ছে পাঠক।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। ৯ নভেম্বর বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করে রাঙ্গুনিয়া বন্ধুসভা।

বন্ধুসভার অর্থ সম্পাদক রবিউল মোস্তফা ও বন্ধু ফ্লোরা বড়ুয়ার সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আব্বাস হোসাইন। পরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী জিয়াউর রহমান, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ প্রমুখ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

এ ছাড়া রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইরফান উদ্দিন রাজীব, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের ইনচার্জ জাহেদুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, রাঙ্গুনিয়া বন্ধুসভার উপদেষ্টা নুরুল হুদা, নুরুল ইসলাম আজাদ, শিক্ষক রুবায়েত রাশেদ, দেবাশীষ মুৎসুদ্দী, লেখক সৈয়দ মনজুর মোরশেদ রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনকে ক্রেস্ট, সনদ ও গাছের চারা উপহার দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।

সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা