ঝিনাইদহ বন্ধুসভার ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার প্রদান
ফটোগ্রাফি কনটেস্ট প্রতিযোগিতার আয়োজন করে ঝিনাইদহ বন্ধুসভা। ১ থেকে ১৫ জুন পর্যন্ত প্রতিযোগিতা চলে। এতে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও অংশ নেন অসংখ্য মানুষ। অংশগ্রহণকারীরা তাঁদের তোলা ছবি ঝিনাইদহ বন্ধুসভার ফেসবুক গ্রুপে শেয়ার করেন।
সেখান থেকে সেরা তিনটি ছবিকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন শারমিন সুলতানা, শাহরিয়ার পাপণ ও মো. ওযায়ের। ২৭ জুন এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছেন ক্রেস্ট ও সনদ।
বন্ধু কাজি জান্নাতুলের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেন ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা শাহীনুর আলম, সুষেন্দ কুমার ভৌমিক, ইসাহাক আলী, সভাপতি বিপাশা আহাম্মদ প্রমুখ।
আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন বন্ধু রাতুল হাসান, অভিসহ ঝিনাইদহ বন্ধুসভার অন্য বন্ধুরা।
অর্থ সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা