মেঘে ঢাকা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা। কিছুক্ষণ বাদেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ২২ ফেব্রুয়ারি বিকেলের এমন অসাধারণ পরিবেশে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রের বিষয় ছিল জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’। সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় শুরুতেই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর মূল আলোচনা শুরু হয়।
আরিফ হোসেন বলেন, ‘একজন মা ও তাঁর সন্তানের পারস্পরিক সম্পর্কের এক বাস্তব চিত্র আমরা এই বইয়ে পাই। যেখানে ছেলের যুদ্ধে যাওয়া, এরপর তাঁর ফিরে আসার পানে চেয়ে থাকা এক অসহায় মায়ের আকুলতা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। পাশাপাশি মুক্তিযুদ্ধের দিনগুলোর বিবরণ এক ইতিহাসের স্বাক্ষর রাখে।’
‘একাত্তরের দিনগুলি’ বাংলাদেশি কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক বই। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে। বইটি ব্যক্তিগত দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং সমাপ্তি সেই বছরের ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে উঠে এসেছে। বইটিতে লেখকের সন্তান শফি ইমাম রুমীকে অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা যায়। তাঁর মৃত্যুর জন্য জাহানারা ইমাম ‘শহীদ জননী’ উপাধি পান।
আলোচনা শেষে ‘একাত্তরের দিনগুলি’ বইটি সম্পর্কে কয়েকজন মতামত দেন। অনেক বন্ধু আবারও বইটি পড়ার আগ্রহ প্রকাশ করেন।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক শাহারিয়া পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক মারফুয়া আহমেদ, ম্যাগাজিন সম্পাদক আবিদা সুলতানা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক হুমাইরা লিমা, বন্ধু শ্রাবণী আক্তার, নাজমুল ইসলাম, টুটুল সিকদার, সিয়াম হোসেন, কাজী রায়হানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা