শিশুদের জন্য বাগেরহাট বন্ধুসভার ঈদ উপহার

বাগেরহাট বন্ধুসভার দেওয়া ঈদ উপহার হাতে শিশুরাছবি: বন্ধুসভা

চার বছর আগে বাবাকে হারানো আব্দুল্লাহর বয়স এখন ৬। তবে উচ্চতা আর শারীরিক গঠন দেখে যে কেউ বলবে, ওর বয়স আরও কম। ভ্যানচালক বাবা আলী শেখের মৃত্যুর পর মায়ের সঙ্গে আবদুল্লাহর ঠাঁই হয় নানাবাড়িতে। সেখানেও অভাবের কারণে এক বছর হলো স্থানীয় একটি এতিমখানায় থেকে হেফজ পড়ছে সে।

মা শাহিনা বেগম অন্যের বাড়িতে কাজ করে কোনোরকমে দিনাতিপাত করেন। এর মধ্যে ঈদে ছেলের জন্য নতুন পোশাক কেনাটা ভাবনায়ও ছিল না তাঁর। সে কথা জানতে পেরে বাগেরহাট বন্ধুসভার বন্ধুরা আবদুল্লাহর জন্য কিনে ফেলে নতুন পোশাক।

আবদুল্লাহর নানাবাড়ি বাগেরহাট শহরতলির বাদে কাড়াপাড়া গ্রামে। তার মতো বাগেরহাট শহর ও আশপাশের ৪৬ জন শিশুর হাতে ঈদের উপহার হিসেবে নতুন পোশাক তুলে দিয়েছে বাগেরহাট বন্ধুসভা। ২৫ মার্চ জেলা শহরের অম্বিকা চরণ লাহা টাউন হল প্রাঙ্গণে এগুলো বিতরণ করেন বন্ধুরা।

বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মধ্যে নতুন পোশাকের পাশাপাশি আরও ৩০টি নিম্ন আয়ের পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে চাল, তেল, চিনি, সেমাই ও গুঁড়া দুধ দেওয়া হয়েছে। বন্ধুসভার বন্ধুরা ছাড়াও এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়ান সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীরা।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি ইনজামামুল হক, বাগেরহাট বন্ধুসভার সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক সাদিয়া আফ্রিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান শিকদার, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যান্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা