প্লাস্টিক দূষণমুক্ত সবুজ পৃথিবীর বিকল্প নেই

কারওয়ান বাজারে বিভিন্ন দোকানে গিয়ে প্লাস্টিক ব্যবহার না করতে সচেতন করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

আগামী প্রজন্মকে একটি সুস্থ পৃথিবী উপহার দিতে প্লাস্টিক দূষণমুক্ত সবুজ পৃথিবীর বিকল্প নেই। এমন ভাবনা থেকে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে ঢাকা মহানগর বন্ধুসভা।

১৯৭৪ সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ এবং স্লোগান নির্ধারণ করা হয় ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।

প্লাস্টিক দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়তে বন্ধুদের সচেতনতা কার্যক্রম
ছবি: বন্ধুসভা

এদিন বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ আলী ফিরোজ, সভাপতি হাসিনা মোস্তাফিজ, সহসভাপতি নেওয়াজুল মওলা, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সম্রাট, দপ্তর সম্পাদক জাহিদ ফেরদৌস, মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়াসহ অন্যান্য বন্ধুরা।

কারওয়ান বাজারে বিভিন্ন দোকানে গিয়ে প্লাস্টিক ব্যবহার না করতে সচেতন করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মানববন্ধনে প্লাস্টিক দূষণ রোধে আমাদের করণীয় সম্পর্কে কথা বলেন বক্তারা। পরে বন্ধুরা কারওয়ান বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষদের প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি প্লাস্টিক যথাসম্ভব কম ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন।

যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা