মায়ের ভাষায় হাতে লেখা

‘মায়ের ভাষায় হাতে লেখা’ শিরোনামে লেখা প্রতিযোগিতার আয়োজন করে কক্সবাজারের চকরিয়া বন্ধুসভাছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মায়ের ভাষায় হাতে লেখা’ শিরোনামে লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে কক্সবাজারের চকরিয়া বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজে এটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেরা ১০ জনকে পুরস্কার দেওয়া হয়। চকরিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক তাছিন রাজ্জাকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা শোয়াইবুল ইসলাম, সভাপতি জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান রেজাউল করিম সেলিম, চকরিয়া বন্ধুসভার সহসভাপতি ইসমাঈল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজল করিম, বইমেলা সম্পাদক রুনা আক্তার ও ম্যাগাজিন সম্পাদক সিমন চৌধুরী।

‘মায়ের ভাষায় হাতে লেখা’ শিরোনামে লেখা প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য, ভাষাশহীদদের অসামান্য অবদানের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্কুলের শিক্ষার্থীদের চিঠি লিখতে অনুপ্রাণিত করা। তা ছাড়া হাতের সুন্দর লেখা সৃজনশীলতার পরিচয় দেয়। সে হিসেবে শিশুর হাতের সুন্দর লেখায় উৎসাহ দেবে আমাদের এই হাতের লেখা প্রতিযোগিতা।’

যুগ্ম সাধারণ সম্পাদক, চকরিয়া বন্ধুসভা