স্বর্গ মর্ত পাতালের আবহে ঘেরা পাঠচক্র

পাঠের আসরে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মনিশংকর মুখোপাধ্যায় রচিত ‘স্বর্গ মর্ত পাতাল’ বইটি নিয়ে নতুন বছরের প্রথম পাঠের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ২০ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় সরকারি আশেক মাহমুদ কলেজের ৭১ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই পাঠচক্রের বিষয় ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন সভাপতি সিফাত আবদুল্লাহ্। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুন তানিন ‘স্বর্গ মর্ত পাতাল’ বই থেকে কিছু অংশ পড়ে শোনান।

উপন্যাসটি তিনটি ভিন্ন জীবনের গল্প নিয়ে সাজানো। আমাদের সমাজব্যবস্থা অনেক ধাপে বিভক্ত হলেও মূল ধাপ তিনটি। সমাজের এই তিন ধাপের মানুষ কীভাবে জীবন যাপন করে আলোচ্য বইটির মূল প্রতিপাদ্য এটাই।

‘স্বর্গ মর্ত পাতাল’ তিনটি উপন্যাসের সমাহার। সব কটির মধ্যে সূক্ষ্ম সম্পর্ক বিদ্যমান। লেখকের ভাষায়, একের মধ্যে তিন এবং তিনের মধ্যে এক। মধ্য ষাট ও সত্তরের দশকের শুরুর দিকে শিক্ষিত মধ্যবিত্তদের জীবনযাপনে কীভাবে স্বর্গ-মর্ত-পাতালের অবস্থান আপেক্ষিক হয়ে ব্যক্তিসত্তাতে প্রভাব বিস্তার করেছে—এরই গভীর আলোচনা করা হয়েছে এই গ্রন্থে।

প্রথম উপন্যাস ‘জন-অরণ্য’ সোমনাথকে নিয়ে লেখা। বেকার জীবনের যন্ত্রণায় অতিষ্ঠ আদর্শনিষ্ঠ সচ্ছল পরিবারের যুবক সে। ক্রমে কর্মপাশের চোরাস্রোতে বাঁধা পড়ে পর্যুদস্ত হয় সিস্টেমের কাছে। শেষ পর্যন্ত ‘জনসংযোগ’-এর ষড়যন্ত্রে জড়িয়ে বাধ্য হয় ক্লায়েন্টের সঙ্গে পণ্য নারীর যোগাযোগের মাধ্যম হতে। দ্বিতীয় উপন্যাস ‘সীমাবদ্ধ’–এর নায়ক শ্যামলেন্দু বুদ্ধিমান, সচ্ছল ও মার্জিত রুচির। কিন্তু কর্মক্ষেত্রে অন্যদের দেখাদেখি উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের শিকার হয়ে ধীরে ধীরে বিবেকবর্জিত কাজে জড়িয়ে পড়ে। যদিও এই কাজের জন্য সোমনাথের মতো তাঁর মধ্যে দ্বিধা ও অপরাধবোধ তীব্র হয়ে ওঠে না। তৃতীয় উপন্যাসের নাম ‘আশা-আকাঙ্ক্ষা’, নায়ক কমলেশ। সে ষড়যন্ত্রের শিকার হয়ে ভুল পথে গেলেও শেষ পর্যন্ত আত্মগ্লানি ও অনুতাপে দগ্ধ হয়ে বিষাদমাখা প্রশান্তির দেখা পায়।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দার আলম, আরিফ হোসেন, অর্থ সম্পাদক অন্তরা চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মো. আসাদুজ্জামান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদুল হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আশা সরকার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারিয়াজ ফাহিম, ম্যাগাজিন সম্পাদক অনামিকা সরকার, বইমেলা সম্পাদক রুবেল হাসান, কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন, রাকিবুর রহমানসহ আরও অনেকে।

সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা