সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এ প্রবাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ ঠান্ডা পানি, লেবুর শরবত ও গামছা বিতরণ করেছে জাবি বন্ধুসভা।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন (ডেইরি গেট) রাস্তায় অন্তত ৮০ রিকশাচালক ও পথচারীকে শরবত পান করান জাবি বন্ধুসভার বন্ধুরা। এ সময় ১৫ রিকশাচালককে গামছা উপহার দেওয়া হয়।
ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘আমরা গরমে ঘরের মধ্যেই টিকতে পারছি না, আর এই মানুষগুলো নিজেদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তপ্ত দুপুরে রিকশা চালাচ্ছেন। তাঁদের অনেকের পক্ষে এক বোতল ঠান্ডা পানি কিনে শরবত বানিয়ে খাওয়া কষ্টকর। এই প্রখর রোদে তাঁদেরকে একচিলতে শান্তি দিতেই আমাদের এ কর্মসূচি। পরবর্তী সময়ে আরও বড় আকারে আয়োজন করা হবে।’
সভাপতি সুমাইয়া জামান বলেন, ‘বন্ধুসভা সব সময়ই সবার কথা ভেবে থাকে। প্রচণ্ড গরমে আমি এক বোতল ঠান্ডা পানি বা একটি কোল্ড ড্রিংকস কিনে খেতে পারি; কিন্তু একজন রিকশাচালক বা যিনি রাস্তায় রাস্তায় ফেরি করেন, তাঁর পক্ষে এই টাকা খরচ করাও কঠিন। তাই বন্ধুসভার পক্ষ থেকে শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করা। পাশাপাশি তাঁদের একটি করে গামছা দিয়েছি। ভালো কাজ ছড়িয়ে পড়ুক সব জায়গায়।’
আয়োজনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম, সহসাংগঠনিক সম্পাদক শেখ হামিম, প্রশিক্ষণ সম্পাদক মৃদুল পাল, প্রচার সম্পাদক রেজনান চৌধুরী ও বন্ধু দীপ ঘোষ।
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা