‘প্রথম আলো সব সময় ন্যায়ের পক্ষে থেকেছে’

নওগাঁয় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানছবি: প্রথম আলো

প্রথম আলো প্রতিষ্ঠালগ্ন থেকেই সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে চলেছে। কখনোই পেশাদারির সঙ্গে আপস করেনি। এ কারণেই প্রথম আলো কখনোই ক্ষমতাবানদের কাছে প্রিয়ভাজন হতে পারেনি। শুধু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়, সমাজ পরিবর্তনের জন্যও কাজ করে প্রথম আলো। সামনের দিনগুলোতেও সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ থেকে তারা বিচ্যুত হবে না।

নওগাঁয় প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন অতিথিরা। ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য এ আয়োজন করে নওগাঁ বন্ধুসভা।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী বলেন, ‘২৬ বছর ধরে প্রথম আলো তার আদর্শ ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে চলেছে। এ কারণেই প্রথম আলো আজও পাঠকের আস্থা ধরে রেখেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভবিষ্যতেও প্রথম আলো ভূমিকা রাখবে। শিক্ষক হিসেবে প্রথম আলোর কাছে আমার প্রত্যাশা থাকবে, নওগাঁর স্থানীয় সমস্যার পাশাপাশি সদ্য যাত্রা করা বিশ্ববিদ্যালয়ের সমস্যা-সংকট যেন বেশি বেশি করে উঠে আসে। যাতে করে নওগাঁবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারি।’

সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: প্রথম আলো

একুশে পরিষদ নওগাঁর সভাপতি আইনজীবী ডি এম আব্দুল বারী বলেন, ‘২৬ বছর ধরে প্রথম আলো সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে চলেছে। আদর্শের সঙ্গে আপস করেনি বলেই তারা ক্ষমতাবানদের কাছে প্রিয়ভাজন হতে পারেনি। ক্ষমতাবানদের বারবার প্রশ্ন করে প্রথম আলো তাদের বিরাগভাজন হয়েছে। আবার গদিছাড়া হলে তারাই প্রথম আলোর কাছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করেছে। প্রথম আলো সব সময় ন্যায়ের পক্ষে থেকেছে।’

জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক কায়েস উদ্দিন বলেন, ‘রক্তচক্ষু উপেক্ষা করে দুঃশাসন ও একনায়কতান্ত্রিকতার বিরুদ্ধে প্রথম আলো দিনের পর দিন লিখেছে। এ জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পত্রিকাটিকে তিরস্কার করা হয়েছে, বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। তারপরেও প্রথম আলো আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আগামী সময়েও প্রথম আলো তাদের নির্ভীক সাংবাদিকতার মধ্য দিয়ে পাঠকের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেবে।’

বন্ধুসভার বন্ধু হারুন-অর-রশীদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক। গণমাধ্যমের কাছে এ প্রজন্মের প্রত্যাশা নিয়ে বক্তব্য দেন নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রিয়াদুস সালেহীন ও ইব্রাহিম হোসেন।

অনুষ্ঠানের একটি পর্বে নওগাঁ সারেগামা সংগীত ভুবনের শিল্পী ও বন্ধুসভার বন্ধুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

কার্যনির্বাহী সদস্য, নওগাঁ বন্ধুসভা